বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী নিয়ে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে ছবি। আর এতে নাম ভূমিকায় থাকছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি!
ছবিটির নির্মাণ করেছেন রাশিদ পলাশ। চার বছর আগেই তিনি এই ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু নানাবিধ প্রতিকূলতার কারণে তা আর নির্মাণ করা হয়নি।
২০১৬ সালের সেপ্টেম্বরে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজনে ছবিটি নির্মাণের ঘোষণা দেয়া হয়। কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বিবি রাসেল, মাতিয়া বানুর মতো বিশিষ্ট ব্যক্তিরাও ছবিতে যুক্ত থাকবেন বলে জানানো হয়।
সেদিন প্রীতিলতার স্মরণে ও চলচ্চিত্রের নির্মাণকাজের অংশ হিসেবে বাংলার প্রীতিলতাডটকম নামে একটি ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।
কিন্তু সেসময় সব কিছু আটকে যায়। এবার সব সংকট কাটিয়ে শিগগিরই নির্মিত হতে যাচ্ছে ছবিটি। ছবিটির এখনো অন্যান্য শিল্পি এবং কলাকুশলী বাছাই হয়নি। সব কিছু ঠিক হলেই ছবিটির শুটিং শুরুর তারিখ জানানো হবে।