Home জাতীয় অর্থনীতির চাকা সচল করতে ঐক‌্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

অর্থনীতির চাকা সচল করতে ঐক‌্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

SHARE

করোনা মোকাবিলা করে অর্থনীতির চাকা সচল করতে ঐক‌্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্ব করোনা থেকে মুক্তি পাবো, এটাই আমাদের আকাঙ্ক্ষা। আবার অর্থনীতির চাকা সচল হোক। সব মানুষ সাধারণভাবে জীবন-যাপন করুক এটাই আমরা চাই। এজন‌্য বিশ্বকে একসঙ্গে কাজ করতে হবে।’

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে ফরেন সার্ভিস একাডেমির নবনির্মিত ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ সময় শেখ হাসিনা বলেন, ‘মাঝে মাঝে দুর্যোগ আসে। বাংলাদেশের অবস্থানের কারণে প্রাকৃতিক এসব দুর্যোগ আমাদের মোকাবিলা করতে হয়। মাঝে মাঝে মানবসৃষ্ট দুর্যোগও মোকাবিলা করতে হয়। এ দেশে স্থিতিশীল সরকার থাকবে তা অনেকে চায় না। আমাদের সব অবস্থা মোকাবিলা করতে হয় এবং সেটা আমরা করতে পেরেছি। কারণ আমরা জনগণের আস্থা অর্জন করতে পেরেছি।’

করোনার কারণে জাতিসংঘে যেতে পারেননি জানিয়ে তিনি বলেন, ‘আমার এই সময় জাতিসংঘে থাকার কথা। করোনার কারণে যেতে পারিনি। আমি ১৬বার জাতিসংঘে ভাষণ দিয়েছি। এবার ১৭তম ভাষণ দেওয়ার কথা ছিল। সেখানে বিশ্বের অন‌্যান‌্য দেশের নেতাদের সঙ্গে দেখা হয়, মতবিনিময় হয়। সেই সুযোগটা এবার করোনার জন‌্য হলো না। তবু আশা করি করোনা দেশে বিশ্ব মুক্ত পাক।’