করোনা আক্রান্ত হয়েছেন এসি মিলানের সুইডিস স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। নিয়ম মেনে ১৪ দিনের কোয়ারেন্টাইনে আছেন ইব্রা।
ইউরোপা লিগের বাছাই পর্বের ম্যাচে অংশ নেবার আগে নিয়ম মেনে বুধবার করোনা পরীক্ষা করা হয় এসি মিলানের ফুটবলারদের। প্রথম দফার নেগেটিভ ফল এলেও দ্বিতীয় টেস্টে পজেটিভ রিপোর্ট আসার কথা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন ইব্রাহিমোভিচ।
তার শরীরে করোনার কোনো উপসর্গও নেই বলে নিশ্চিত করেছন ৩৮ বছর বয়সি এই স্ট্রাইকার। এর আগে বুধবার করোনা আক্রান্ত হন মিলানের ব্রাজিলিয়ান ব্যাক লিও দুয়ার্তে।