বিশ্বে আরও ৬ হাজারের মতো মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। মোট প্রাণহানি ৯ লাখ ৮৭ হাজারের ওপর। দ্বিতীয় দিনের মতো ৩ লাখের বেশি মানুষের শরীরে শনাক্ত হলো কোভিড নাইনটিন। সবমিলিয়ে বিশ্বে সংক্রমিত ৩ কোটি ২৪ লাখের মতো মানুষ।
বেশ কিছুদিন ধরেই, দৈনিক মৃত্যু আর সংক্রমণের শীর্ষে ভারত। ২৪ ঘণ্টায় দেশটিতে ১১শ’র বেশি মৃত্যু হয়েছে করোনায়; মোট প্রাণহানি ৯২ হাজার ছাড়ালো। আক্রান্ত সোয়া ৫৮ লাখ।
এদিকে ৯২০ জনের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে প্রাণহানি পেরুলো দু’লাখ ৭ হাজারের চৌকাঠ। আক্রান্ত ৭২ লাখের কাছাকাছি।
বৃহস্পতিবার ব্রাজিলে করোনায় মারা গেছেন ৮ শতাধিক, মেক্সিকোয় সংখ্যাটি ৬শ’র বেশি।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।