এনসিবির ড্রাগ চ্যাট জেরায় ‘২০১৭ সালের সেই হোয়াটসঅ্যাপ চ্যাটে’-এর ‘উ’ তিনি ছিলেন স্বীকার করল দীপিকা। তবে তিনি ড্রাগ সেবন করতেন না!
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে, মাদক মামলায় জেরার মুখোমুখি হতে এনসিবি’র দপ্তরে পৌঁছান দীপিকা। তাকে মুম্বাইয়ের কোলাবা অ্যাপালো বন্দরের এভলিন গেস্টহাউসে এনসিবি’র বিশেষ তদন্তকারী দল- এসআইটি এর দপ্তরে জেরা করা হয়। এরই মধ্যে শ্রদ্ধা কাপুর ও এনসিবি’র দপ্তরে পৌঁছেছেন। সারা আলী খান আছেন রাস্তায়। অন্য দিকে দীপিকার ম্যানেজার কারিশমা প্রকাশকেও দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আজ দীপিকার এনসিবি’র বিশেষ তদন্তকারী দলকে ড্রাগ চ্যাটে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার ট্যালেন্ট ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে নায়িকার যে হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এসেছিল সেখানে ‘ডি’ নামের ব্যক্তি যে দীপিকাই তা কার্যত স্বীকার করে নিলেন ‘পদ্মাবতী’ । তবে তিনি জোর দিয়ে বলেছেন ‘মাদক সেবন তিনি করেননি।’