অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পাওয়া ৯৮ কর্মকর্তার মধ্যে ৮৪ জনকে আগের দপ্তরেই পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পদোন্নতি পাওয়ার একদিন পর এসব কর্মকর্তাকে পদায়ন করে রোববার (২৭ সেপ্টেম্বর) আলাদা আদেশ জারি করা হয়েছে।
এরমধ্যে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তারকেও আগের পদেই নিয়োগ করা হয়েছে।
স্থায়ী পদ না থাকলেও জনপ্রশাসনের ৯৮ জন যুগ্ম-সচিবকে সাপ্তাহিক ছুটির দিন শনিবার (২৬ সেপ্টেম্বর) পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়। পদোন্নতির পর এদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল।
নিয়মানুযায়ী এসব কর্মকর্তা অতিরিক্ত সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেন। এরপর তাদের পদায়ন করে আদেশ জারি করা হয়।
বর্তমানে প্রশাসনে অতিরিক্ত সচিবের ১৩০টি স্থায়ী পদের বিপরীতে ৬১১ জন কর্মরত। এজন্য পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বেশিরভাগকেই আগের দপ্তরেই পদায়ন করা হয়।