Home জাতীয় বাংলাদেশ-সৌদি পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন সংলাপ বিকেলে

বাংলাদেশ-সৌদি পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন সংলাপ বিকেলে

SHARE

বাংলাদেশ ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা আজ রবিবার বিকেলে টেলিফোনে দ্বিপক্ষীয় ও সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করবেন।

কভিড-১৯ মহামারির কারণে বাংলাদেশে আটকে পড়া সৌদিপ্রবাসী বাংলাদেশিদের ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানো এবং ফ্লাইট চলাচলের উদ্যোগ নেওয়ার পটভূমিতে আজ বিকেল ৫টায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের মধ্যে এ ফোনালাপ অনুষ্ঠিত হচ্ছে।

আজ রবিবার ঢাকায় সৌদি দূতাবাসে ভিসা কার্যক্রম শুরু হওয়ার কথাও রয়েছে। বাংলাদেশে এসে আটকে পড়া সৌদিপ্রবাসীদের কারো ভিসার মেয়াদ শেষ হয়ে থাকলে তিনি ঢাকায় সৌদি দূতাবাসে ভিসার মেয়াদ বাড়াতে আবেদন করতে পারবেন।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে অবস্থানরত রোহিঙ্গাদের বিষয়ে আজ আলোচনা করবেন কি না তা স্পষ্ট নয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সৌদি আরব সে দেশে অবস্থানরত রোহিঙ্গা, বিশেষ করে কারাগারে থাকা রোহিঙ্গাদের ফিরিয়ে আনতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে।