Home খেলা শ্রীলঙ্কা সফর স্থগিত করা সঠিক সিদ্ধান্ত : ডমিঙ্গো

শ্রীলঙ্কা সফর স্থগিত করা সঠিক সিদ্ধান্ত : ডমিঙ্গো

126
0
SHARE

শ্রীলঙ্কা সফর স্থগিত করার সিদ্ধান্ত সঠিক ছিলো বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। কোয়ারেন্টিন ইস্যুতে কয়েক দিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজটি স্থগিত হয়ে যায়। সফরকারী দলের ১৪ দিনের কোয়ারেন্টিনে অনড় ছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। পাশাপাশি ছিল আরও কিছু শর্ত।

লঙ্কা সফর করলে হোটেলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে তো হতোই, সাথে অনুশীলনের সুবিধা পেত না টাইগাররা। তবে বাংলাদেশ চেয়েছিল ৭ দিনের কোয়ারেন্টিন ও অনুশীলনের সুবিধা। আজ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘শ্রীলঙ্কা সফর হচ্ছে না বলে আমি খুব হতাশ। তবে আমি মনে করি, দলের ওপর যেসব শর্ত দেয়া হয়েছিল তাতে বিসিবির না যাবার সিদ্ধান্তটি সঠিক ছিল। প্রস্তুতি ছাড়া ঘরের মধ্যে আটকে সময় নষ্ট করা এবং দশ দিনের মধ্যে একটি টেস্ট ম্যাচ খেলা আমাদের পক্ষে খুব কঠিন হতো। আমি এই সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন করছি।’

বিসিবির সিদ্ধান্তকে সমর্থন করে ডমিঙ্গো আরও জানান, খেলোয়াড়রা যদি শ্রীলঙ্কায় ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতো তবে তারা মানসিকভাবে ভেঙে পড়তো। তিনি বলেন, ‘আমাদের দু’জন খেলোয়াড় পাঁচ-ছয় দিন ধরে আইসোলেশনে আছেন। তারা জানিয়েছেন, মানসিক দিক বিবেচনায় এটি অত্যন্ত কঠিন। আমরা একটি হোটেলের ছোট রুমে ১৪ দিন আটকে থাকব, এটি অনেক বেশি চ্যালেঞ্জিং। বিষয়টি নিয়ে কিছু খেলোয়াড়ের মধ্যে আলোচনা হয়েছে, তবে এটি পুরোপুরিভাবে বোর্ডের সিদ্ধান্ত।’

তিনি আরও বলেন, ‘সিরিজ না খেলতে না পারার হতাশা আছে। তবে খেলোয়াড়রা বোর্ডের সিদ্ধান্তের প্রশংসা করেছে। তারা আরও বুঝতে পারছে, ১৪ দিনের জন্য একটি ঘরে আটকে থাকলে মানসিকভাবে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কয়েকজন এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হতে পারে, তবে অনেকের জন্য এটি কষ্টদায়ক ব্যাপার। এই সিদ্ধান্তগুলো নেওয়ার সময় প্রত্যেকের অনুভূতির বিবেচনা করতে হবে এবং বোর্ড সঠিক সিদ্ধান্ত নিয়েছে।’

শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হওয়ায়, এ বছর বাংলাদেশের কোন আন্তচর্জাতিক ম্যাচ নেই, এতে ক্রিকেটারদের ঘাটতি থেকে যায়। তবে এটি নিয়ে মোটেও উদ্বিগ্ন নন ডমিঙ্গো। খেলোয়াড়দের সাথে কিছু সময় কাটাতে পারবেন বলে তিনি খুশি। পাশাপাশি পুরোপুরি প্রস্তুত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে ফেরার সুযোগ পাওয়া যাচ্ছে। তিনি বলেন, ‘দীর্ঘ দিন যাবত আমরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি। অনুশীলন শুরু করার সিদ্ধান্ত নিজেদের ম্যাচ ও ঘরোয়া আসর খেলোয়াড়দের ক্রিকেটের সাথে মানিয়ে নিতে সহায়তা করবে। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে তারা দারুনভাবে ফিরে আসতে পারবে।’