Home জাতীয় টোকেনের আশায় আজও সোনারগাঁওয়ে প্রবাসীদের ভিড়

টোকেনের আশায় আজও সোনারগাঁওয়ে প্রবাসীদের ভিড়

SHARE

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টিকিটের জন্য টোকেনের আশায় সোমবারও (৫ অক্টোবর) হোটেল সোনারগাঁওয়ের গেটে অপেক্ষা করছেন বহু প্রবাসী।

আজ সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে রাজধানীর কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্সের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়েছেন শতাধিক প্রবাসী। তবে অন্য দিনের তুলনায় লোকজন অনেক কম হওয়ায় বিশৃঙ্খলা নেই।

যারা টোকেনের আশায় এসেছেন, তাদের একটি ফরম দিচ্ছেন নিরাপত্তা কর্মীরা। সেই ফরমে ভিসার মেয়াদ, পাসপোর্ট ও মোবাইল নম্বর লিখতে বলা হয়েছে। একটি ফরমে ২০ জন প্রবাসী তথ্য লিখে দিতে পারছেন।

টোকেন প্রত্যাশী সাইদুর রহমান বলেন, টোকেনের জন্য এসেছি, এখানে একটা ফরম দেওয়া হচ্ছে, সেটা পূরণ করে জমা দিতে বলা হয়েছে, সেটা পূরণ করে জমা দিয়েছি।

এদিকে রোববারের (৪ অক্টোবর) মতো লোকসমাগম না হলেও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। হোটেল সোনারগাঁও ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সৌদি এয়ারলাইন্স ঘোষণা দিয়েছে, যারা ফরম পূরণ করবেন, ভিসার মেয়াদ অনুযায়ী তাদের টিকিট দেওয়া হবে, অর্থাৎ যার ভিসার মেয়াদ কম, তিনি আগে সৌদি যাওয়ার টিকিট পাবেন।

যদিও সৌদি এয়ারলাইন্স রোববারের পূর্ব পর্যন্ত রিটার্ন টিকিটের তারিখ ধরে টিকিট রি-ইস্যু করেছে। কিন্তু রোববার অন্তত ১৫ সহস্রাধিক প্রবাসীর বিক্ষোভ ও আন্দোলনে ভিসার মেয়াদ অনুযায়ী টিকিট দেওয়ার ঘোষণা দেয়।