Home বিনোদন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে সৌমিত্র চট্টোপাধ্যায়

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে সৌমিত্র চট্টোপাধ্যায়

SHARE

করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতার বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ মঙ্গলবার সকালে তাঁকে কলকাতার বেলেভিউ নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।

কলকাতার গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে জানিয়েছে, গত কয়েকদিন ধরে প্রবীণ এই অভিনেতা অসুস্থ ছিলেন। গতকাল রাতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ফোন করা হয় হাসপাতালে। তখন তাঁর বেডের ব্যবস্থা করা হয়। আজ ভারতীয় সময় সকাল ১০টা থেকে ১১টার মধ্যে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল সূত্রে জি ২৪ ঘণ্টার খবর, করোনায় আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল। তিনি ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর জন্য একটি মেডিকেল টিম গঠন করা হচ্ছে।

সৌমিত্র চট্টোপাধ্যায় ১৯৫৯ সালে অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন। এরপর তিনি সত্যজিৎ রায়ের ৩৪টি সিনেমার ১৪টিতে অভিনয় করেছেন। কবি ও আবৃত্তিশিল্পী হিসেবেও তিনি বেশ পরিচিত।