ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৯তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৫৯ রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। দিল্লির দেয়া ১৯৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩৭ রানে থামে ব্যাঙ্গালুরুর ইনিংস।
দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার শ ও ধাওয়ানের ব্যাটে দারুন সূচনা পায় দিল্লি। তাদের উদ্বোধনী জুটি থেকে আসে ৬৮ রান। মাঝে, শ্রেয়াস দ্রুত ফিরলেও, পান্টের ৩৭ ও স্টোইনিসের ৫৩ রানে ভর করে নির্ধারিত ওভারে ১৯৬ রানের বড় স্কোর দাঁড় করায় দিল্লি।
জবাবে ব্যাট করতে নেমে রাবাদা, পাটেলদের বোলিং তোপে মুখ থুবরে পরে ব্যাঙ্গালুরুর লম্বা ব্যাটিং লাইনআপ। অধিনায়ক কোহলি ৪৩ রান করলেও ইনিংস বড় করতে পারেননি ফিঞ্চ, ডি ভিলিয়ার্সরা। ফলে, নির্ধারিত ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১৩৭ রান। কাগিসো রাবাদা নেন ৪ উইকেট।