Home বিনোদন ৩০ অক্টোবর কাজলের বিয়ে

৩০ অক্টোবর কাজলের বিয়ে

SHARE

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতের দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কাজল বলেছেন, খুব শিগগিরই বিয়ের পরিকল্পনা করছি।

এবার জানা গেলো অভিনেত্রীর বিয়ের তারিখ। ৩০ অক্টোবর ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন। মুম্বাইয়ে বসবে বিয়ের আসর। তবে করোনা পরিস্থিতিতে দুই পরিবারের ঘনিষ্ঠরাই শুধু উপস্থিত থাকবেন। সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার এ ঘোষণা নিজেই দিলেন।

গৌতমের সঙ্গে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। তাই তিনি উচ্ছ্বসিত। জীবনে চলার পথে ভক্তরা যেভাবে তার পাশে দাঁড়িয়েছেন, ভালোবেসেছেন, ভবিষ্যতেও তা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন। বিয়ের পরও অভিনয় করবেন বলে জানান অভিনেত্রী।

২০০৪ সালে হিন্দি ছবি ‘কিঁউ- হো গ্যায়া না’ দিয়ে বলিউডে পা রাখেন কাজল আগারওয়াল। এরপর ২০০৭ সালে ‘লক্ষ্মী কল্যানম’ নামে একটি জনপ্রিয় তামিল সিনেমা দিয়ে রূপালি জগতে ফের নিজেকে জানান দেন।

‘বাহুবলি’ পরিচালক এস এস রাজামৌলির ‘মাগধিরা’তেও দেখা যায় কাজলকে। পাশাপাশি মোসাগাল্লু, ইন্ডিয়ান পার্ট টু, মুম্বাই সাগা, প্যারিস প্যারিস-সহ দক্ষিণের একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন।