সামনেই পুজা। বাঙালির শ্রেষ্ঠ উতসব শুরুর আগে হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। ফলে করোনা আবহের মধ্যেও একটু একটু করে কেনাকাটা শুরু করে দিয়েছেন মানুষ। যার জেরে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমণ ক্রমশ লাফিয়ে পড়ছে বলেই জানানো হয়েছে। তাই সংক্রমণের মাত্রা কমাতে এবং মানুষকে সচেতন করতে এবার সচেষ্ট হলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্রাবন্তী সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেন। যেখানে ঘরের বাইরে বের হলে মাস্ক পরুন বলে প্রত্যেকের কাছে আবেদন করেন অভিনেত্রী। মাস্ক পরে না বের হলে সংক্রমণের মাত্রা যে দ্বিগুন হবে, নিজের ভিডিয়োর মাধ্যমে সেই বার্তাও দেন টলিউডের এই প্রথম সারির অভিনেত্রী।