Home জাতীয় ভ্যাকসিনের জন্য ৬০০ কোটি টাকা বরাদ্দ

ভ্যাকসিনের জন্য ৬০০ কোটি টাকা বরাদ্দ

SHARE

করোনা ভ্যাকসিন কেনার জন্য ৬০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আজ বুধবার (০৭ অক্টোবর) সকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় করোনা মহামারি প্রতিরোধে ভ্যাকসিন কেনার বিষয়ে আলোচনা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া কোনো ভ্যাকসিন কিনবে না সরকার। সাধারণ মানুষের প্রাপ্তি নিশ্চিতেও নেয়া হবে ব্যবস্থা। এ ছাড়া এখন থেকে ৭ মার্চ ‘ঐতিহাসিক দিবস’ হিসেবে পালন করা হবে বলেও অনুমোদন হয় মন্ত্রিসভায়।

চূড়ান্ত অনুমোদন হয়েছে আয়োডিনযুক্ত লবণ আইন-২০২০-এর খসড়ার। দুপুরে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ব্রিফ করেন।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। মন্ত্রিসভার বিশেষ এ বৈঠকটি প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, করোনা ভ্যাকসিনের প্রাপ্তির পথপরিকল্পনা চূড়ান্ত করতেই এ বৈঠক ডাকা হয়। এ বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্য বিভাগের সচিব মো. আবদুল মান্নান একটি উপস্থাপনা দেন।