সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে অস্ত্র উদ্ধারের মামলায় সাইফুর রহমানের তিন দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাইফুর কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলারও প্রধান আসামি।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সাইফুর রহমানের আদালতে সাইফুুরের ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে, শুনানিতে সাইফুরের পক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী।
এর আগে কড়া নিরাপত্তায় পুলিশ সাইফুরকে আদালতে হাজির করে।
প্রসঙ্গত, এমসি কলেজে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার পর ৬ জনের নামে ও অজ্ঞাত ৩ আসামির বিরুদ্ধে গণধর্ষণ মামলা হয়। এর প্রধান আসামি সাইফুর রহমান। এ ছাড়া ঘটনার দিন রাতে হোস্টেলে সাইফুরের কক্ষ থেকে আগ্নেয়াস্ত্রসহ দেশিয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। পরদিন সাইফুরের বিরুদ্ধে শাহপরান থানায় একটি অস্ত্র মামলা করে পুলিশ।