মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার শরীরে এখন আর করোনাভাইরাসের অস্তিত্ব নেই। কোভিড-১৯ সংক্রান্ত সর্বোচ্চ পরীক্ষায়ও তিনি উতরে গেছেন এবং অন্যকে সংক্রমিত করার ঝুঁকিও আর নেই।
রবিবার (১১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
গত ১ অক্টোবর রাতে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানা যায়। ২ অক্টোবর (শুক্রবার) বিকালে ট্রাম্পকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। তিনদিন সেখানে থাকার পর এখন হোয়াইট হাউসে থেকেই চিকিৎসা নিচ্ছেন ট্রাম্প। এরই মধ্যে সোমবার নির্বাচনি সমাবেশে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
রবিবার ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘আমি সর্বোচ্চ পরীক্ষা (করোনা পরীক্ষা) অতিক্রম করে গেছি। সর্বোচ্চ মানদণ্ড অনুসরণ করা হয়েছে। এর ভিত্তিতে বলতে পারি আমি বেশ ভালো আছি। মনে হচ্ছে, আমার ইমিউনিটি তৈরি হয়ে গেছে। বেজমেন্ট থেকে এখন আমি বাইরে যেতে পারব।’
ট্রাম্পের দাবি, পরীক্ষার ফল অনুযায়ী তিনি এখন নির্বাচনি সমাবেশে অংশ নিতে পারবেন।
এর আগে শনিবার ট্রাম্পের চিকিৎসকও দাবি করেছেন, প্রেসিডেন্টের কাছ থেকে এখন আর অন্য কারও সংক্রমিত হওয়ার ঝুঁকি নেই। তবে ট্রাম্পের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে কিনা তা উল্লেখ করেননি তিনি।