বিশ্বে করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা ছাড়ালো ১০ লাখ ৮১ হাজার। রোববারও ৪ হাজারের মতো মানুষ মারা গেছেন কোভিডের প্রকোপে।
তবে কিছুটা কমেছে দৈনিক সংক্রমণ হার। ২৪ ঘণ্টায় পৌনে তিন লাখ মানুষের শরীরে মিলেছে কোভিড-১৯। সবমিলিয়ে, গোটা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ৭৭ লাখের বেশি মানুষ।
এখনো মৃত্যু আর সংক্রমণ শনাক্তে ভারত শীর্ষে রয়েছে। দেশটিতে আরও ৮ শতাধিক মৃত্যুতে, মোট প্রাণহানি এক লাখ ৯ হাজার ছাড়িয়েছে।
এছাড়াও তিন শতাধিক মানুষ মারা গেছেন যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট দু’লাখ ২০ হাজারের মতো মানুষ করোনায় মারা গেছেন। আর দিনের তৃতীয় সর্বোচ্চ ২৮৭ জনের মৃত্যু হয়েছে আর্জেন্টিনাতে।
এদিকে, ব্রাজিলে দৈনিক মৃত্যুহার কমলেও মোট প্রাণহানি ছাড়িয়েছে দেড় লাখের চৌকাঠ। আর ইরানে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আড়াই শতাধিক মানুষ।