খুলনায় ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আবরার রহমান শুভ (৩২) নামে এক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছেন।
নগরীর টিভি বাউন্ডারি রোডে সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
আবরার রহমান শুভ টিভি বাউন্ডারি রোডের মডার্ন টাওয়ারের বাসিন্দা আতিয়ার রহমানের ছেলে। তিনি আল-আরাফাহ্ ব্যাংকে কর্মরত ছিলেন।
খুলনা সদর থানার এসআই জাহাঙ্গীর বলেন, শুভ ৯ তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা কেউ বলতে পারছেন না।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।