Home জাতীয় ‘মানব পাচার প্রতিরোধে আরও শক্ত অবস্থানে যাবে বাংলাদেশ’

‘মানব পাচার প্রতিরোধে আরও শক্ত অবস্থানে যাবে বাংলাদেশ’

SHARE

মানব পাচার, নারী ও শিশুদের অপরাধমূলক কাজে বাধ্য করা এবং অভিবাসীদের চোরাকারবার প্রতিরোধে এ সংক্রান্ত আইনের আরও উন্নয়ন চায় সরকার।

জাতিসংঘ কার্যালয়- ইউএনওডিসি’র আন্তর্জাতিক অনলাইন সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী আরও বলেন, করোনাভাইরাস সংক্রমণের মহামারিতে মানব পাচারের ঝুঁকিও বেড়েছে। বাংলাদেশ সরকার মাদক ও মানব পাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিয়েছে। এই দুঃসময়ে যারা পাচারের মত ঘটনায় ভুক্তভোগী, তাদের চিহ্নিত করার কাজ চলছে। আর যারা এই অপরাধে জড়িত তাদেরও বিচারের আওতায় আনা হবে।’