গায়ানাবিষয়ক মিনিস্ট্রিয়াল গ্রুপের (সিএমজি) সভাপতি হিসেবে সর্বসম্মতিতে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।
আন্তর্জাতিক আঞ্চলিক বিরোধগুলো শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে নিষ্পত্তিতে বঙ্গবন্ধুর নীতি অনুসরণের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
ভেনিজুয়েলা-গায়ানার অঞ্চল বিরোধ নিষ্পত্তিতে কাজ করে আসছে গায়ানাবিষয়ক সিএমএজি। সিএমজিতে এ প্রথমবারের মতো সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ। এর আগে গায়ানা ও ভেনিজুয়েলার মধ্যে বিরোধ নিষ্পত্তিতে গঠিত গ্রুপটির সভাপতির দায়িত্বে ছিল দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের সভাপতিত্বে গায়ানাবিষয়ক কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল গ্রুপের প্রথম বৈঠকের সভাপতিত্বকালে একে আবদুল মোমেন বলেন, আন্তর্জাতিক বিচার ও সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ বিরোধ নিষ্পত্তিতে বঙ্গবন্ধুর স্বপ্নদর্শী পররাষ্ট্রনীতি অনুসারে গায়ানা-ভেনিজুয়েলা আঞ্চলিক বিরোধ মীমাংসায় জোর দিচ্ছে বাংলাদেশ।
অ্যান্টিগুয়া ও বারবুডা, কানাডা, গায়ানা, জ্যামাইকা, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যসহ সাত দেশ নিয়ে এ গ্রুপ।