Home আন্তর্জাতিক বিশ্বজুড়ে প্রায় ১১ লাখ মানুষের প্রাণ কেড়ে নিলো করোনা

বিশ্বজুড়ে প্রায় ১১ লাখ মানুষের প্রাণ কেড়ে নিলো করোনা

SHARE

বিশ্বজুড়ে ১১ লাখের কাছাকাছি মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ৬ হাজারের বেশি প্রাণহানি হয়েছে।

বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণ শনাক্তে হয়েছে রেকর্ড। আরও প্রায় ৩ লাখ ৮১ হাজারের মতো মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিন। বিশ্বে ৩ কোটি ৮৭ লাখের বেশি মানুষ সংক্রমিত।

দ্বিতীয় দিনের মতো দৈনিক প্রাণহানির শীর্ষে যুক্তরাষ্ট্র। ৯৬৭ জনের মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি দু’লাখ ২২ হাজারের মতো। ব্রাজিলেও ৭ শতাধিক মানুষ মারা গেছেন একদিনে; দেশটিতে মোট মৃত্যু এক লাখ ৫২ হাজার।

দৈনিক সংক্রমণ শনাক্তে এখনও শীর্ষে ভারত। বুধবারও, ৬৮ হাজার মানুষের শরীরে মিলেছে করোনা ভাইরাস; মারা গেছেন আরও ৭শ’। দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ১১ হাজার ছাড়ালো। এছাড়া, মেক্সিকো-আর্জেন্টিনা আর ইরানেও একদিনে রেকর্ড মৃত্যু হয়েছে।

এদিকে মহামারির বিস্তাররোধে প্যারিস’সহ ৯টি শহরে রাত্রিকালীন কারফিউ জারি করলো ফ্রান্স।