Home বিনোদন সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও উন্নতি

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও উন্নতি

124
0
SHARE

করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ার পর পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

করোনাভাইরাস শনাক্ত হওয়ায় গত মঙ্গলবার কলকাতার বেল ভিউ ক্লিনিকে ভর্তি করা হয়েছিল ৮৫ বছর বয়সী এ অভিনেতাকে।

বুধবার করোনাভাইরাস রিপোর্ট ‘নেগেটিভ’ আসার পর থেকে তার চিকিৎসায় দ্রুত সাড়া মিলছে বলে হাসপাতালে তরফ থেকে জানানো হয়েছে।

চিকিৎসকদের বরাতে বেল ভিউ ক্লিনিকের বিপণন ব্যবস্থাপক তুষার অনন্য বলেন, ‘সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার ক্রমেই উন্নতি ঘটেছে। করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ার পর থেকেই তার চিকিৎসায় দ্রুত সাড়া মিলছে।’

সৌমিত্র চট্টোপাধ্যায় এখন পরিচিতজনদের চিনতে পারছেন, কথা বললে সাড়াও দিতে পারছেন বলে জানান তুষার অনন্য।

তবে সৌমিত্রের প্রস্টেটের পুরনো ক্যান্সার ফিরে আসায় তা নিয়ে চিকিৎসকদের মধ্যে এখনো উদ্বেগ রয়ে গেছে বলে খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

কিডনি, যকৃৎসহ অঙ্গপ্রত্যঙ্গ সচল থাকলেও সোডিয়াম-পটাশিয়ামের তারতম্য নিয়েও চিকিৎসকরা এখনো নির্ভার হতে পারেননি।

সত্যজিত রায়ের অপু ও ফেলুদা চরিত্রের রূপায়ন করে চলচ্চিত্র সমালোচকদের মনে স্থায়ী আসন নিয়ে আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। অনেকে তাকে ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা অভিনেতা হিসেবে বিবেচনা করেন।