Home আন্তর্জাতিক করোনাভাইরাস: বিশ্বজুড়ে কিছুটা কমেছে মৃত্যু-সংক্রমণ

করোনাভাইরাস: বিশ্বজুড়ে কিছুটা কমেছে মৃত্যু-সংক্রমণ

SHARE

বিশ্বজুড়ে আরও সাড়ে ৫ হাজার মানুষের প্রাণ গেলো করোনাভাইরাসে। গেলো ২৪ ঘণ্টায় ৩ লাখ ৭০ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে।

শনিবারও সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে ভারত। ১ হাজার ৩২ জনের মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ১৪ হাজার। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৬২ হাজারের ওপর।

এদিকে ৬৩৩ জনের মৃত্যুতে যুক্তরাষ্ট্রের প্রাণহানি ২ লাখ ২৪ হাজারের বেশি। ৫৩ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে দেশটিতে।

এছাড়া ব্রাজিলে শনিবার ৪৬১ জনের মৃত্যু হয়েছে কোভিড নাইনটিনে। সংক্রমণ ঊর্ধ্বমুখী ইউরোপে। ফ্রান্সে সাড়ে ৩২ হাজারের কাছাকাছি নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে।