Home আন্তর্জাতিক বাহরাইনের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক শুরু

বাহরাইনের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক শুরু

SHARE

বাহরাইনের সঙ্গে রবিবার থেকে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক শুরু হচ্ছে। মানামায় আনুষ্ঠানিকতার মাধ্যমে এ সম্পর্ক শুরু হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের একজন কর্মকর্তা।

এর আগে গত মাসে দুদেশ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্তে পৌঁছায়।

মানামায় ইসরায়েলের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, সফররত ইসরায়েলি প্রতিনিধি দল ও বাহরাইনের কর্মকর্তারা একটি প্রজ্ঞাপনে স্বাক্ষর করবেন। এর মধ্য দিয়ে উভয় দেশের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হবে।

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ দেশ যারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে। এর আগে ১৯৭৯ সালে মিশর এবং ১৯৯৪ সাল জর্ডান ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করে।

ফিলিস্তিন ইসরায়েলের সাথে উপসাগরীয় এ চুক্তির নিন্দা করে একে পেছন থেকে ছুরি মারা হিসেবে উল্লেখ করেছে।