স্টাফ রিপোর্টার ॥ ১৮ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউতে সংগঠনের পতাকা উত্তোলন, শিশু কিশোর র্যালী, বনানীস্থ শহীদ শেখ রাসেলের সমাধীতে পুস্পার্ঘ্য অর্পণ ও ধানন্ডীর ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে আলোচনা সভা ও জন্মদিনের কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুর রহমান হেলো সরকার, সাধারন সম্পাদক লায়ন মুজিবুর রহমান হাওলাদার, ঢাকা মহানগর সভাপতি ইকবাল কবির, সাধারন সম্পাদক অলিউর রহমান পালোয়ান সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতৃবৃন্দ। এছাড়াও বিকাল ৫টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।