বিশ্বজুড়ে চার কোটি ৩ লাখের মতো মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। ২৪ ঘণ্টায়ও সোয়া তিন লাখ সংক্রমণ শনাক্ত হয়।
একদিনে আরও ৪ হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন, মহামারিতে। সবমিলিয়ে মোট প্রাণহানি ১১ লাখ ১৮ হাজার ছাড়ালো।
দৈনিক মৃত্যু আর সংক্রমণে আবারও ভারত শীর্ষে। রোববারও ৫৭৮ জনের মৃত্যুতে সোয়া লাখের মতো প্রাণহানি দেশটিতে। পৌনে ৭৬ লাখ ভারতীয় আক্রান্ত করোনায়।
এদিকে, নতুন সাড়ে ৪শ’ মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি দু’লাখ ২৫ হাজার। সংক্রমিত ৮৪ লাখের কাছাকাছি। এদিন, তৃতীয় সর্বোচ্চ ৩৫৫ জনের মৃত্যু দেখেছে মেক্সিকো। এরপরই রয়েছে ইরান ও ব্রাজিলের অবস্থান।