Home অর্থ-বাণিজ্য রপ্তানিতে নগদ সহায়তার আবেদনে বাড়তি সময়

রপ্তানিতে নগদ সহায়তার আবেদনে বাড়তি সময়

SHARE

২০১৯-২০ অর্থবছরের রপ্তানির বিপরীতে যেসব প্রতিষ্ঠান এখনও নগদ সহায়তা পাওয়ার আবেদন করতে পারেনি, তাদের বিশেষ ব্যবস্থায় আবেদনের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৪৫ দিন পর্যন্ত এ সুবিধা নেওয়ার আবেদন করতে পারবেন রপ্তানিকারকরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে রপ্তানিকারকদের এ সুযোগ দিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতির প্রেক্ষাপটে বিশেষ বিবেচনায় কেবল ২০১৯-২০ অর্থবছরে রপ্তানি ভর্তুকি বা নগদ সহায়তার আবেদন দাখিলের ক্ষেত্রে এ সুবিধা দেওয়া হলো।

অগ্রিম রপ্তানিমূল্য প্রত্যাবাসনসহ অন্যান্য ব্যবস্থায় রপ্তানির ক্ষেত্রে যেসব রপ্তানির বিপরীতে ২০১৯-২০ অর্থবছরে নির্ধারিত সময়ে আবেদন দাখিল করা সম্ভব হয়নি, সেসব ক্ষেত্রে এ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৪৫ দিনের মধ্যে আবেদন দাখিল করা যাবে। ফলে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন রপ্তানিকারকরা।