Home জাতীয় সিলেটের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়াকে বদলি জাতীয়শীর্ষ সংবাদ সিলেটের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়াকে বদলি By ষ্টাফ রিপোর্টারঃ - October 22, 2020 132 0 SHARE Facebook Twitter সিলেটের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়াকে এসপিবিএনে বদলি করা হয়েছে। আর, নতুন কমিশনার করা হয়েছে নিশারুল আরিফকে। একইসঙ্গে ১৯ পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করার খবর পাওয়া গেছে। তবে কি কারণে বদলি করা হয়েছে তা জানা যায়নি।