Home জাতীয় করোনায় আরও ১৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩২০

করোনায় আরও ১৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩২০

SHARE

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৫ হাজার ৯২৩ জন।

একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৩২০ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৭ হাজার ৬৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৪২ জন। এ নিয়ে করোনায় মোট সুস্থ হয়েছে ৩ লাখ ২৪ হাজার ১৪৫ জন।

আজ শনিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।