নির্বাচনী প্রচারে যাওয়ার পথে প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে বাধা দেয়ার চেষ্টা করেছে ট্রাম্প সমর্থকরা।
মার্কিন নির্বাচনের বাকি আর মাত্র একদিন। নির্বাচনে কে বা কোন দল জিতবে ডেমোক্র্যাট নাকি রিপাবলিকান প্রার্থী তা নিয়ে রয়েছে উত্তেজনা। নির্বাচনে শেষ মুহূর্তের প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। এমনি এক নির্বাচনী প্রচারে টেক্সাসের অস্টিন যাওয়ার পথে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে বহনকারী বাস ঘিরে ফেলে বাধা দেয়ার চেষ্টা করেছে ট্রাম্প সমর্থকরা।
এ সময় বাইডেনের সহযোগীরা জরুরি নাম্বার ৯১১-এ ফোন করে পুলিশি সহায়তা চান। এর পর টেক্সাসে বাইডেনের সমাবেশ স্থগিত করা হয়। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
স্থানীয় সময় রবিবার মিশিগান, আইওয়া, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া এবং ফ্লোরিডায় প্রচার চালাবেন ট্রাম্প। এদিকে, ভোটের আগের দিন সোমবার সমাবেশ করবেন নর্থ ক্যারোলাইনা, পেনসিলভেনিয়া, উইসকন্সিন ও মিশিগানে। আর রবিবার পেনসিলভেনিয়ায় সমাবেশ করার কথা রয়েছে আরেক প্রার্থী জো বাইডেনের।
দোদুল্যমান রাজ্যগুলোতে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন ট্রাম্প-বাইডেন।