Home আন্তর্জাতিক ভিয়েনায় সন্ত্রাসী হামলায় বন্দুকধারীসহ নিহত ৩

ভিয়েনায় সন্ত্রাসী হামলায় বন্দুকধারীসহ নিহত ৩

SHARE

অস্ট্রিয়ার সেন্ট্রাল ভিয়েনায় ছয়টি ভিন্ন জায়গায় বন্দুকধারীদের হামলায় অন্তত ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

এ হামলাকে ‘বিদ্বেষপূর্ণ সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করে দেশটির চ্যান্সেলর সেবাস্তিয়ান কুরজ জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন বন্দুকধারী রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ধরাছোঁয়ার বাইরে থাকা আরও এক হামলাকারীকে খুঁজছে পুলিশ। আহতদের মধ্যে একজন পুলিশ অফিসারও রয়েছেন।

ভিয়েনার সেন্ট্রাল উপাসনালয়ের কাছে এসব হামলার ঘটনা ঘটে। তবে উপাসনালয়টি হামলাকারীদের লক্ষ্য ছিল কি-না তা এখনো অস্পষ্ট।

ঘটনাস্থলেই নিহত হন এক হামলাকারী। নিহতদের মধ্যে দ্বিতীয়জন একজন নারী। হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হামলাকারীদের মধ্যে অন্তত একজনকে এখনও ধরা যায়নি এবং পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

বিবিসি লিখেছে, ভিয়েনায় সেন্ট্রাল সিনাগগের কাছেই গোলাগুলির ওই ঘটনা ঘটেছে। তবে ইহুদিদের ওই উপাসনালয় হামলাকারীদের লক্ষ্য ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়।

ভিয়েনার মেয়র মিশেল লুদউইগ জানিয়েছেন, ধারণা করা করা হচ্ছে বন্দুকধারীদের হামলায় আরও ১৪ জন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ নিয়ন্ত্রণে নতুন বিধিনিষেধ আরোপের কয়েক ঘণ্টা এই হামলার ঘটনা ঘটল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে অস্ট্রিয়ায় নতুন করে বিধিনিষেধ শুরুর কয়েক ঘণ্টা আগে হামলার এই ঘটনা ঘটল।

ওই সময় বহু মানুষ ভিয়েনার বার ও রেস্তোরাঁগুলোতে ভিড় করেছিলেন, কারণ পুরো নভেম্বর মাস সেগুলো আর খুলবে না।

ইউরোপের রাষ্ট্রনেতারা ভিয়েনায় এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘ভয়ঙ্কর’ ওই হামলায় তিনি হতবাক।

ফ্রান্সে নবী মুহাম্মদ (স.) এর ব্যঙ্গাত্মক কার্টুন ছাপানোর জেরে সম্প্রতি প্যারিস ও কানাডা কুইবেকেও সম্প্রতি সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়েছে। এসব ঘটনার সঙ্গে ভিয়েনার রাস্তার হামলায় সম্পৃক্ততা আছে কি-না তা জানা যায়নি।