Home জাতীয় মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

SHARE

আজ মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা। নদী ও সাগরে নামার প্রস্তুতিতে ব্যস্ত জেলেরা। প্রাণচঞ্চল হয়ে উঠেছে জেলে পল্লিগুলো। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় গত ১৪ অক্টোবর থেকে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়। নদী ও সাগরে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে। নিষেধাজ্ঞা অমান্য করায় জেল-জরিমানা করা হয় অনেক জেলেকে।

নিষেধাজ্ঞার সময়টায় নিবন্ধিত জেলেদের ২০ কেজি করে চাল দেয় সরকার। গতবারের চেয়ে এবার মাছের উৎপাদন আরও বাড়বে বলে আশা মৎস্য কর্মকর্তাদের।