Home জাতীয় বিকালে ইসির সঙ্গে বসছে আওয়ামী লীগ

বিকালে ইসির সঙ্গে বসছে আওয়ামী লীগ

SHARE

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ৩টায় এ বৈঠক হবে। ঢাকা-১৮ সংসদীয় আসনের উপনির্বাচনে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

এতে নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল করিব কাওছার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।