Home জাতীয় সড়ক নিরাপত্তা এখনো নিশ্চিত করতে পারিনি : সেতুমন্ত্রী

সড়ক নিরাপত্তা এখনো নিশ্চিত করতে পারিনি : সেতুমন্ত্রী

SHARE

নিরাপদ সড়ক নিয়ে যত কথা, সভা, সমাবেশ, সেমিনার ও আলোচনা হয়েছে সেই হিসেবে বাস্তবায়নের দিক বিবেচনা করলে অগ্রগতি সেভাবে হয়নি বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, ‘আমরা চারলেন, ছয়লেন, আটলেনের সড়ক করেছি কিন্তু সড়ক নিরাপত্তা এখনো নিশ্চিত করতে পারিনি। এখানে লুকানোর কিছু নেই, সত্য যা তা বলতেই হবে। সড়ক দুর্ঘটনা এখনো আমাদের সবচেয়ে বড় দুর্ভাবনা।’

আজ বৃহস্পতিবার ‘ঢাকা মহানগরীর সড়ক নিরাপত্তা : ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ভূমিকা ও উদ্যোগ’- শীর্ষক সেমিনারে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বুয়েটের দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউট (এ আর আই) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

যোগাযোগ ব‌্যবস্থা আধুনিকায়ন এবং দ্রুততর করতে আগামী এক দশকের মধ‌্যে পাতাল ও উড়ালসহ মোট ছয়টি মেট্রেরেল রুট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এর মধ‌্যে রুট-৬-এর কাজ ৫২ ভাগ শেষ হয়েছে। আরো দুটি রুটের কাজ শিগগিরই শুরু হবে।’

আইনগত কাঠামো শক্তিশালীকরণের লক্ষ্যে এরইমধ্যে সড়ক পরিবহন আইন কার্যকর হওয়া শুরু হয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি ১১১টি সুপারিশ বাস্তবায়নে গঠন করা হয়েছে একটি টাস্কফোর্স। এসডিজিসহ সরকারের গৃহীত পরিপ্রেক্ষিত পরিকল্পনায় সড়ক নিরাপত্তা বিষয়ক টার্গেট অর্জনে আমরা সচেষ্ট।’

সড়ক নিরাপত্তা বিধান সরকারের অগ্রাধিকার উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা এ লক্ষ্যে অনেক দূর এগিয়েছি অংশীজনদের সহযোগিতা নিয়ে।’ ঢাকা মহানগরীর পরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশনের কোনো বিকল্প নেই বলেও মনে করেন তিনি।

সেমিনারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, বুয়েটের প্রো-ভিসি অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, এআরআইয়ের পরিচালক অধ্যাপক হাদিউজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।