Home খেলা আর্জেন্টিনা দলে ফিরলেন ডি মারিয়া

আর্জেন্টিনা দলে ফিরলেন ডি মারিয়া

SHARE

বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। সে স্কোয়াডে জায়গা হয়নি ডি মারিয়ার। এ ব্যাপারটিতে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন তিনি। ক্ষুব্ধ হয়ে কথাও শুনিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনিকে।

তবে রেগে গিয়ে হয়তো একটু লাভই হয়েছে এই আর্জেন্টাইন ফুটবলারের। অবশেষে দলে ফিরেছেন এই উইঙ্গার। বিশ্বকাপ বাছাইয়ের জন্য ঘোষিত ২৫ সদস্যের আর্জেন্টিনা দলে জায়গা হয়েছে তার।

চলতি মাসে লাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে দু’টি ম্যাচ খেলবে লিওনেল মেসিরা। সে দলে এবার যুক্ত হলেন ডি মারিয়াও। তবে ডি মারিয়া ফিরলেও চোটের কারণে দলে জায়গা হয়নি সার্জিও আগুয়েরোর।

এক নজরে আর্জেন্টিনা দল:

গোলরক্ষক:
এমিলিয়ানো মার্টিনেজ, অগাস্টিন মার্চেসিন

ডিফেন্ডার:
নেহুয়েন পেরেজ, নিকোলাস ওটামেন্ডি, ফাচুন্দো মেডিনা, লুকাস মার্তিনেজ কোয়ার্টা, নিকোলাস তাগলিয়াফিকো।

মিডফিল্ডার:
রদ্রিগো ডি পল, মার্কোস অ্যাকুনা, নিকোলাস ডোমিঙ্গেজ, রবার্তো পেরেইরা, আলেহান্দ্রো পাপু গোমেজ, অ্যাঙ্গেল ডি মারিয়া, লুকাস ওকাম্পোস, লিয়ান্দ্রো পেরেডস, এক্সেকুয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, গুইদো রদ্রিগেজ।

ফরোয়ার্ড:
লুকাস আলারিও, লিওনেল মেসি, পাওলো দিবালা, জোয়াকিন কোরোয়া, নিকোলাস গঞ্জালেস, লওতারো মার্টিনেস