Home আন্তর্জাতিক জর্জিয়ায় তুমুল লড়াই, এগিয়ে ট্রাম্প

জর্জিয়ায় তুমুল লড়াই, এগিয়ে ট্রাম্প

SHARE

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনায় জর্জিয়া রাজ্যে তুমুল লড়াই চলছে। এখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবধান আরও কমে এসেছে। তিনি এখন মাত্র ২,৪৯৭ ভোটে এগিয়ে আছেন। যদিও এরই মধ্যে ৯৯ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে।

সর্বশেষ হিসাব অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৪ লাখ ৪৭ হাজার ১৫ ভোট। এটি মোট ভোটের ৪৯.৪ ভাগ। আর ডেমোক্র্যাট দলের জো বাইডেন পেয়েছেন ২৪ লাখ ৪৪ হাজার ৫১৮ ভোট। এটিও মোট ভোটের ৪৯.৪ ভাগ।

উল্লেখ্য, জর্জিয়া বিশ্বস্ত রিপাবলিকান রাজ্য হিসেবে পরিচিত।