Home খেলা ম্যানসিটির মাঠে লিভারপুলের ড্র

ম্যানসিটির মাঠে লিভারপুলের ড্র

SHARE

আক্রমণ পাল্টাআক্রমণে জমে ওঠা ম্যাচের শুরুর দিকে এগিয়ে গেল লিভারপুল। জবাব দিতে বেশি সময় নেয়নি ম্যানচেস্টার সিটি। বাকি সময়ে অবশ্য আর জালের দেখা পেল না কেউ। অমীমাংসিতভাবে শেষ হলো শিরোপা প্রত্যাশী দুই দলের লড়াই। সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

ম্যাচের ১৩ মিনিটে সালাহর সফল স্পট কিকে এগিয়ে যায় সফরকারীরা। ডি-বক্সে সাদিও মানেকে সিটির ডিফেন্ডার কাইল ওয়াকার ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

২৫তম মিনিটে সমতা ফেরানোর ভালো একটি সুযোগ পেয়েছিল সিটি। ডান দিক থেকে কেভিন ডে ব্রুইনে ক্রস বাড়ান ডি-বক্সে। বল নিয়ন্ত্রণে নিয়ে ছোট ডি-বক্সের কোনা থেকে রাহিম স্টার্লিংয়ের নেওয়া শট পা দিয়ে প্রতিহত করেন গোলরক্ষক আলিসন।

এর পাঁচ মিনিট পরই অবশ্য দলকে সমতায় ফেরান জেসুস। ডান দিক থেকে ওয়াকারের বাড়ানো বল খুঁজে পায় ডে ব্রুইনেকে। এই মিডফিল্ডারের পাসে ডি-বক্সে বল পেয়ে প্রথম স্পর্শে নিজের দুই পায়ের মাঝ দিয়ে ফ্লিক করে একটু এগিয়ে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস।

৪২তম মিনিটে পেনাল্টি থেকে বল বাইরে মেরে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করেন ডে ব্রুইনে। ভিএআরের সাহায্যে হ্যান্ডবলের কারণে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। বিরতির আগে খুব কাছ থেকে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের নেওয়া শট ফিরিয়ে সিটির ত্রাতা গোলরক্ষক এদেরসন।

দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটে দুটি প্রচেষ্টা রুখে দেন দুই দলের দুই ব্রাজিলিয়ান গোলরক্ষক। ৫৬তম মিনিটে ভালো একটি সুযোগ নষ্ট হয় সিটির। রদ্রির ক্রস থেকে বাইরে দিয়ে হেড নেন অরক্ষিত জেসুস। বাকি সময়ে একের পর এক আক্রমণ করে গেছে দুই দল, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি।