Home জাতীয় রাজধানীর যানজট নিরসনে বাস রুট নতুনভাবে সাজানো হচ্ছে: তাপস

রাজধানীর যানজট নিরসনে বাস রুট নতুনভাবে সাজানো হচ্ছে: তাপস

SHARE

ঢাকা মহানগরীর যানজট কমাতে বাস চলাচলের রুট নতুনভাবে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরভবনে রেশনালাইজ পদ্ধতিতে যানবাহন চলাচল নিয়ে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে এ বৈঠক ভার্চুয়ালি যুক্ত হন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। উপস্থিত ছিলেন শ্রমিক নেতারাও।

বৈঠক শেষে শেখ তাপস জানান, ২২টি কোম্পানি শেয়ারহোল্ডারের মাধ্যমে বাস পরিচালনা করবে ২৫০ জন মালিক। এছাড়া ২৯১টি রুট সমন্বয় করে মোট ৪২টি রুটের মাধ্যমে বাস চলাচলের সিদ্ধান্ত হয়েছে। আগামী আটই ডিসেম্বর রুট নির্দিষ্ট করার জন্য বৈঠক বসবে আবারও।

তিনি আরও জানান, বাসডিপো বৃদ্ধি করার জন্য ১০টি জায়গা নির্ধারন করা হয়েছে। ৩১শে ডিসেম্বরের মধ্যে স্থান নির্ধারন শেষ করা হবে। এসব উদ্যোগের কারণে আগামী বছরের শেষ নাগাদ যানজটের দৃশ্যমান উন্নতি দেখা যাবে বলে জানান তাপস।