Home আন্তর্জাতিক ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক-ভি ভ্যাকসিন

৯২ শতাংশ কার্যকর স্পুটনিক-ভি ভ্যাকসিন

109
0
SHARE

করোনার পরীক্ষামূলক ভ্যাকসিন স্পুটনিক ভি ৯২ শতাংশ কার্যকর বলে দাবি করেছে রাশিয়া। বুধবার এ ঘোষণা দেয় ভ্যাকসিনটির নিয়ন্ত্রক রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিল। গত আগস্টে এই ভ্যাকসিন প্রথম প্রকাশ্যে নিয়ে আসে রাশিয়া। সেপ্টেম্বর ব্যাপক আকারে পরীক্ষামূলক প্রয়োগ শুরুর সরকারি অনুমোদনও মিলে যায়।

১৬ হাজার মানুষকে ভ্যাকসিনটির দু’টি ডোজ দেয়ার পরবর্তী প্রতিক্রিয়ার ব্যাখ্যা এবং বিশ্লেষণ করা হয়েছে অন্তর্র্বতী ফলাফলে। মস্কোর ২৯টি ক্লিনিকে চলছে স্পুটনিক ভি ভ্যাকসিনের তৃতীয় দফার পরীক্ষা। যাতে কাজ করছে ৪০ হাজার স্বেচ্ছাসেবক।

এদিকে, দুইদিন আগে নিজেদের পরীক্ষামূলক ভ্যাকসিন কার্যকর দাবি করেছে, মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক।