Home খেলা পাকিস্তানে দুই দিনের কোয়ারেন্টাইনে তামিম

পাকিস্তানে দুই দিনের কোয়ারেন্টাইনে তামিম

SHARE

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফ খেলতে করাচিতে পৌঁছেছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন তিনি। করাচিতে পৌঁছে হোটেলে দু’দিনের কোয়ারেন্টাইনে আছেন তামিম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় নিজেই একথা জানিয়েছেন তামিম। তিনি বলেন, ‘হ্যালো, আমি তামিম ইকবাল। আজ সকালে করাচিতে পৌঁছেছি। আগামী দুই দিন রুম কোয়ারেন্টাইনে থাকতে হবে আমাকে। আশা করছি, কোভিড টেস্টের ফল আশানরূপ হবে। ১৪ তারিখের ম্যাচে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে মুখিয়ে আছি। শীঘ্রই দেখা হচ্ছে।’

অস্ট্রেলিয়ার ক্রিস লিনের পরিবর্তে প্লে-অফে লাহোর কালান্দার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তামিম।

করোনার কারনে গেল মার্চে পিএসএলের প্লে-অফ স্থগিত হয়ে যায়। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে প্লে-অফের খেলা।

তামিম ছাড়াও বাংলাদেশ থেকে মুলতান সুলতানসের হয়ে পিএসএলে খেলার কথা ছিলো মাহমুদুল্লাহ রিয়াদের। কিন্তু করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। তার পরিবর্তে ইংল্যান্ডের মঈন আলীকে দলে নিয়েছে মুলতান।