Home বিনোদন সৌমিত্রের শ্বাসনালিতে সফল অস্ত্রোপচার

সৌমিত্রের শ্বাসনালিতে সফল অস্ত্রোপচার

SHARE

নতুন করে শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। গতকাল বুধবার তার শ্বাসনালিতে অস্ত্রোপচার (ট্র্যাকিয়োস্টমি) হয়েছে। সফল হয়েছে সেই অস্ত্রোপচার। হাসপাতাল সূত্রে এমনটাই জানানো হয়েছে।

কলকাতার বেলভিউ হাসপাতালের চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, পরবর্তী পদক্ষেপ হিসেবে সৌমিত্রের প্লাজমা থেরাপির চিন্তাভাবনা চলছে। যদি সব ঠিকঠাক থাকে বৃহস্পতিবারই এই থেরাপি করা হতে পারে।

তিনি আরও জানান, সৌমিত্রের শরীরের অন্যান্য মাপকাঠি ঠিকই রয়েছে। তবে তিনি খুবই দুর্বল। তার চিকিত্সায় কো-মর্বিডিটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।

আর সে কারণেই খুব সতর্কভাবে প্রতিটি পদক্ষেপ করতে হচ্ছে বলে জানান এ চিকিৎসক।

গত এক মাস ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন সৌমিত্র। চিকিৎসা চলাকালীন তার শারীরিক অবস্থার উত্থান-পতন লেগেই ছিল। তবে বিপদ না কাটলেও আপাতত স্থিতিশীল রয়েছেন সৌমিত্র।