Home খেলা ইউরো ২০২১ এর গ্রুপপর্বের লাইনআপ চূড়ান্ত

ইউরো ২০২১ এর গ্রুপপর্বের লাইনআপ চূড়ান্ত

SHARE

ইউরো ২০২১ এর গ্রুপপর্বের লাইনআপ ঠিক ঠাক। ইউরো সাধারণত ১৬ দলের টুর্নামেন্ট হলেও এবার এসেছে পরিবর্তন। দলের সংখ্যা বেড়েছে, বাড়ছে গ্রুপও।ষোলর পরিবর্তে ২৪ দলের টুর্নামেন্ট। চারের বদলে গ্রুপও ছয়।
রঙের ছটা, বর্ণিল আভা। ইউরোপের সব দেশের মিলনমেলা। হওয়ার কথা ছিল এ বছরই। করোনার থাবায় পিছিয়েছে ঠিকই তাতে উত্তেজনার পারদে ভাটা পড়ে নি। ষোল দলের টুর্নামেন্ট বেড়ে এখন চব্বিশে। চারের বদলে গ্রুপও ছয়।

গ্রুপ এ’তে ফেভারিট নিশ্চিতভাবেই ইতালি। ওয়েলস-তুরস্ক আর সুইজারল্যান্ড সবই সমশক্তির। পরের রাউন্ডে যাওয়ার লড়াইটা ঐ তিনেরই।

গ্রুপ বি’ তেও অনেকটা একই রকম অবস্হা। সবার চেয়ে ঢের এগিয়ে বেলজিয়াম। এছাড়া তিন দল রাশিয়া, ফিনল্যান্ড, ডেনমার্ক।

গ্রুপ সি’তে ন্যাশন্স লিগের ফাইনালিস্ট নেদারল্যান্ডস। বাকি তিন দল শক্তিমত্তায় ওদের চেয়ে পিছিয়ে।

গ্রুপ ডি’তে দুই বড় দল। গেল বিশ্বকাপের দুই সেমিফাইনালিস্ট ইংল্যান্ড আর ক্রোয়েশিয়া আবারও হবে মুখোমুখি।

গ্রুপ ই’তে স্লোভাকিয়া খানিকটা পিছিয়ে। আছে স্পেন। ওদের টক্কর দিতে তৈরি পোল্যান্ড আর সুইডেন।

তবে, আসল লড়াই শেষটায়। গ্রুপ অফ ডেথে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, গেলবারের সেরা জার্মানির সাথে আছে ইউরো আর নেশন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগালও।

জিভে জ্বল আনা দ্বৈরথ গ্রুপ এফ এ। তবে, ইতিহাস বলে লড়াইটা যখন ইউরোর তখন খাটে না কোন পূর্বানুমান। ২০০৪ এ গ্রীস বা গেলবারই চ্যাম্পিয়ন হবে পর্তুগাল কজনই বা ভেবেছিলো তা।