Home খেলা বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া সম্মানের : গাঙ্গুলী

বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া সম্মানের : গাঙ্গুলী

176
0
SHARE

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতেই হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। সদ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসর শেষে বিশ্বকাপ নিয়ে কথা বলেন বিসিসিআই প্রেসিডেন্ট।

তিনি জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া খুবই সম্মানের। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ভারত। আগামী বছরের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত ভারতের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর।

দুবাইতে আইসিসির কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা হয় গাঙ্গুলীর। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া খুবই সম্মানের। ভারত একাধিক বড় টুর্নামেন্টের আয়োজন করেছে। আমি বিশ্বাস করি, সারা বিশ্বের ক্রিকেটাররা বিশ্বকাপের জন্য মুখিয়ে থাকে। আর ভারতের মত ক্রিকেটপ্রেমী দেশে খেলতে আসার জন্য সকল ক্রিকেটারই মুখিয়ে থাকে। তাই আগামী টি-টোয়েন্টি ভারইে হবে।’

করোনাভাইরাসের কারণে এ বছর বিশ্বকাপ বাতিল হয়েছে। যা অস্ট্রেলিয়ায় গত অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দর্শকরা অপেক্ষা করে আছে জানিয়ে গাঙ্গুলী বলেন, ‘আমি নিজে আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে খেলেছি, তাই জানি সারা বিশ্বের মানুষ বিশ্বকাপের জন্য কতটা আগ্রহ নিয়ে অপেক্ষা করে। বিশ্বকাপ দেখার মত অনুভূতি আর হয় না। এ বছর বিশ্বকাপ বাতিল হয়েছে। ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীরা হতাশ হয়েছে। নেকিবাচক পরিস্থিতির উপর কারও হাত ছিলো না। তবে সামনের বিশ্বকাপের জন্য সবাই অপেক্ষা করছে।’