Home আন্তর্জাতিক বিশ্বজুড়ে করোনায় গত ২৪ ঘণ্টায় সাড়ে ৯ হাজারের বেশি মৃত্যু

বিশ্বজুড়ে করোনায় গত ২৪ ঘণ্টায় সাড়ে ৯ হাজারের বেশি মৃত্যু

SHARE

বিশ্বজুড়ে ১২ লাখ ৯৮ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিলো করোনা ভাইরাস। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন সাড়ে ৯ হাজারের বেশি।

নতুন করে পৌনে ৭ লাখ মানুষের শরীরে মিললো কোভিড নাইনটিন। সবমিলে শনাক্তের সংখ্যা এখন ৫ কোটি ৩০ লাখের ওপর। মৃত্যু আর সংক্রমণের শীর্ষে যুক্তরাষ্ট্রই। দেশটিতে আরও ১১শ’ মৃত্যুতে মোট প্রাণহানি ছাড়ালো দু’লাখ ৪৮ হাজার। সংক্রমিত এক কোটি ৮ লাখের বেশি মানুষ।

এদিকে, প্রায় এক মাস বিরতির পর ব্রাজিলে আবারও দৈনিক মৃত্যু হাজারের কাছাকাছি। দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৬৪ হাজারের বেশি।ভারতেও ৫২১ জনের মৃত্যুতে, মোট প্রাণহানি এক লাখ ২৮ হাজার ছাড়ালো। ইউরোপের দেশগুলোতে বাড়ছে মৃত্যু আর সংক্রমণ।