Home আন্তর্জাতিক ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ভ্যামকো’র তাণ্ডবে অন্তত ৪২ জনের প্রাণহা

ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ভ্যামকো’র তাণ্ডবে অন্তত ৪২ জনের প্রাণহা

SHARE

ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ভ্যামকো’র তাণ্ডবে অন্তত ৪২ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ২০ জন।

এক সপ্তাহ আগেই ফিলিপাইনে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় গনি। এর রেশ না কাটতেই দেশটির উপকূলে আছড়ে পড়ে আরেক শক্তিশালী ঝড় ভ্যামকো। বুধবার রাতে দ্বীপ এলাকা লুজনে আঘাত হানার পর বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাণ্ডব চালায় ঝড়টি। এর কারণে ওই এলাকায় বন্যা দেখা দিয়েছে। ভূমিধস হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা । অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছেন। উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে পুলিশ ও অন্যান্য জরুরি বিভাগের কর্মীরা।

ফিলিপাইনে এ বছর আঘাত হানা ২১তম ঘূর্ণিঝড় ভ্যামকো। এর তাণ্ডবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যানিলার পূর্বদিকের মারিকিনা শহর।