Home জেলা সংবাদ ভৈরবে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মারামারি, আহত ২০

ভৈরবে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মারামারি, আহত ২০

SHARE

ভৈরবের কালিকাপ্রসাদ পশ্চিম পাড়া গ্রামে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিত কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে এই মারামারির ঘটনাটি ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশুদের মারামারি ঘটনাকে কেন্দ্র করে হাজারি গোষ্ঠী ও হাছেন আলী মেম্বরের গোষ্ঠীর মধ্যে আজ মারামারির ঘটনাটি ঘটে। মূলত গত বুধবার হাজারি গোষ্ঠীর একটি ছেলে হাছেন আলীর বাড়ির একটি শিশুকে মারধর করে। এনিয়ে পুনরায় আবার দুই পক্ষের সংর্ঘষ সৃষ্টি হলে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ফরহাদ আহমেদ জানান, কালিকাপ্রসাদ এলাকার মারামারিতে গুরুতর আহত তিনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে এবং ৫ জনকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আহত তিনজনের অবস্থা গুরুতর।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, তুচ্ছ ঘটনায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। ঘটনায় কোনও পক্ষের মামলা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তার জন্য বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।