Home জেলা সংবাদ পোরশায় ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পোরশায় ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

SHARE

নওগাঁর পোরশায় ৯০ পিস ইয়াবাসহ কাবির হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

আটক মাদক ব্যবসায়ী কাবির হোসেন পোরশা উপজেলার দোয়ারপাল ভুট্রাপাড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে।

জানা গেছে, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার এসআই শীতল কুমার ও এএসআই মজিদ উপজেলার দোয়ারপাল জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ কাবির হোসেনকে আটক করে।

এ ব্যাপারে থানায় একটি মামলা হলে আটক কাবিরকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান, পোরশা থানার অফিসার ইনচার্জ সফিউল আজম খান।