Home বিনোদন সৌমিত্রের আর্কাইভ গড়ার ভাবনা কন্যা পৌলমীর

সৌমিত্রের আর্কাইভ গড়ার ভাবনা কন্যা পৌলমীর

SHARE

সদ্য না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এবার তাকে নিয়ে আর্কাইভ গড়ার পরিকল্পনা করছেন মেয়ে পৌলমী বসু। সৌমিত্রের ভাবনাকে সম্মান জানিয়ে একটি পূর্ণাঙ্গ সৌমিত্র স্মৃতি ভান্ডার বা আর্কাইভ সাজিয়ে তুলতে চান বলে জানান মেয়ে পৌলমী। খবর- আনন্দবাজার পত্রিকা।

সৌমিত্রের দীর্ঘ রোগভোগ পর্বেই এই সংকল্পে স্থিত হয়েছিলেন তিনি। সৌমিত্রের লেখা, আঁকা, নানা সময়ের ডায়েরি, সিনেমার চিত্রনাট্যের কপিতে নিজের জন্য নেওয়া ‘নোট’ সব কিছুতেই থাকতে পারে ইতিহাসের উপাদান। সৌমিত্র চট্টোপাধ্যায় যে মূর্তিমান ইতিহাসের একটি অধ্যায় সেটা বুঝেই সুবিন্যস্ত আর্কাইভের দরকার বলে পৌলমীর অভিমত।

সৌমিত্রের কন্যা বলেন, বাবার সব কাজ যেখানে সহজে পাওয়া যাবে, এমন আর্কাইভের বিষয়টা বেশ কিছু দিন ধরেই মাথায় ঘুরছে। খুব শিগগিরই পরিকল্পনাটা গুছিয়ে ফেলব।