Home খেলা এবার অনলাইনে দেয়া হবে ফিফা বর্ষসেরা অ্যাওয়ার্ড

এবার অনলাইনে দেয়া হবে ফিফা বর্ষসেরা অ্যাওয়ার্ড

22
0
SHARE

আগামী ১৭ ডিসেম্বর ফিফার বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান ভার্চুয়ালি হবে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা গতকাল শুক্রবার এই ঘোষণা দিয়েছে। করোনার কারণে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন ব্যালন ডি’অর এবারের আয়োজন বাতিল ঘোষণা করেছে।

অবশ্য ফিফার এই অনুষ্ঠান সেপ্টেম্বরে মিলানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে পিছেয়ে দেওয়া হয়। গত বছর মিলানে লিওনেল মেসি রেকর্ড ষষ্ঠবার ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন।

ফিফা ডটকমের খবরে জানা গেছে, জাতীয় দলের অধিনায়ক, কোচ , সংবাদমাধ্যম ও সমর্থকদের ভোটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন। আগামী বুধবার থেকে শুরু হয়ে এই ভোটিং কার্যক্রম ৯ ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে।

সেরা খেলোয়াড় ছাড়া সেরা পুরুষ ও নারী বিভাগে সেরা কোচ ও গোলরক্ষককেও ভোটের মাধ্যমে বেছে নেওয়া হয়। সেরা গোলের জন্য দেওয়া হবে পুসকাস অ্যাওয়ার্ড।