Home আন্তর্জাতিক করোনায় আক্রান্ত ট্রাম্পের বড় ছেলে

করোনায় আক্রান্ত ট্রাম্পের বড় ছেলে

SHARE

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। স্থানীয় সময় শুক্রবার এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত মুখপাত্র।

এক বিবৃতিতে বলা হয়, শরীরে মৃদু উপসর্গ দেখা দেয়ায় করোনা পরীক্ষায় করানো হয়। ফল পজেটিভ আসায় স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে আছেন ট্রাম্প জুনিয়র। বর্তমানে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি। তবে কি ভাবে সংক্রমিত হলেন তা জানা যায়নি।

এর আগে গেলো জুলাইতে তার বান্ধবী কিম্বারলি গিলফয়েলে সংক্রমিত হলেও তখন তিনি নেগেটিভ ছিলেন। এছাড়া অক্টোবরে স্ব-স্ত্রীক করোনা আক্রান্ত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট নিজেও। তিন দিন থাকতে হয়েছিলো হাসপাতালে।